• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৯:১৪ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিপির ১১৩ সদস্য

৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:২২:০৭

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিপির ১১৩ সদস্য

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী গোষ্ঠিগুলোর সাঁড়াশি আক্রমণের মুখে টিকতে না পেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) ১১৩ জন সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সর্বশেষ পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।

Ad

মঙ্গলবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি আরও ৭ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ১১৩ জনে।

Ad
Ad

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

এর আগে ৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পর্যন্ত বিজিপির ১০৬ জন সদস্য পালিয়ে আসার তথ্য জানিয়েছিল বিজিবি।

এদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের অভ্যন্তরীণ ওই ঘটনাটি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্যদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিজের কোম্পানি বিক্রি করলেন খাবি লেম
নিজের কোম্পানি বিক্রি করলেন খাবি লেম
২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৯:৪৬

রাজধানীতে একজনকে গুলি, অন্যজনকে ছুরিকাঘাত
রাজধানীতে একজনকে গুলি, অন্যজনকে ছুরিকাঘাত
২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩২:০০






Follow Us