• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:২৪:০১ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫৭:৫৭

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: ৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Ad
Ad

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরী হয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সেকশন অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় ও জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সভাপতি এবং হিসাব পরিচালক দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।

আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন (ক) শাখার সেকশন অফিসার মো. নোমান ফারুক, শিক্ষা শাখা রেজিস্ট্রার দপ্তরের কম্পিউটার অপারেটর মো. আব্দুর রহিম, প্রো-ভিসি দপ্তরের সেকশন অফিসার শানে-ই-এলাহি বাবু, রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন (ক) শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিম ভূঁইয়া, সংস্থাপন শাখা রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. ইসমাইল হোসেন, নোবিপ্রবি জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সদস্য সচিব এবং উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্যাহসহ প্রমুখ।

বক্তারা বলেন, এখন পর্যন্ত ৮টি পে স্কেল হয়েছে। ৯ম পে স্কেলের জন্য পে কমিশনে সকল কাগজপত্র ও সুপারিশ জমা দিলেও অদৃশ্য কারণে আমাদের ৯ম পে স্কেল বাস্তবায়ন আটকে আছে। দীর্ঘ ১১ বছরেও পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে ৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের জন্য জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির কথা জানান আন্দোলনকারীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us