নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি মঞ্চে উঠলে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।


সারাদেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুরে আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সুফি সাধক শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন।
এর আগে, সকাল ১১টা ৩০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা ১২টা ৩০ মিনিটের মধ্যেই মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
রাজশাহীর জনসভা শেষে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। পথে বিকেলে নওগাঁর এটিম মাঠে একটি নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দেবেন। পরে সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন।
উত্তরাঞ্চলে বিএনপির তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে, শুক্রবার তিনি রংপুর যাবেন। সেখানে পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত শেষে বিকেলে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এছাড়া শনিবার দুপুরে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এবং বিকেলে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সফরকালে বিএনপি চেয়ারম্যান দুই রাত বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available