• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ দুপুর ০১:৫৭:৩৪ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশি তদন্ত শুরু: সরকারের বিবৃতি

২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২২:৪৪

শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশি তদন্ত শুরু: সরকারের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সহিংসতায় প্রাণহানিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে।

Ad

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল আচরণ প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।

শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এতে আরও বলা হয়, সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সংশ্লিষ্ট সবার প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে একজনকে গুলি, অন্যজনকে ছুরিকাঘাত
রাজধানীতে একজনকে গুলি, অন্যজনকে ছুরিকাঘাত
২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩২:০০








ফের রেকর্ড গড়ে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?
ফের রেকর্ড গড়ে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?
২৯ জানুয়ারী ২০২৬ সকাল ১১:২২:৪৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
২৯ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১১:০৭


Follow Us