• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:২৩:৩৬ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

তিন দিনের উত্তরবঙ্গ সফরে রাজশাহীতে তারেক রহমান

২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৯:০৮

তিন দিনের উত্তরবঙ্গ সফরে রাজশাহীতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের নির্বাচনি সফরে উত্তরবঙ্গে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টার পরে তিনি রাজশাহী বিমানবন্দর পৌঁছান। এর আগে, আজ দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হন।

Ad

প্রায় দুই দশক পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

Ad
Ad

সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহ মাখদুম (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। বিকেলে তিনি সড়কপথে নওগাঁর কাজী মোড়ে এ`টিম মাঠ নির্বাচনি জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে সাতটায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন এবং রাতে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে তারেক রহমান জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে পীরগঞ্জে যাবেন। এরপর রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন। দ্বিতীয় দিনেও তিনি বগুড়াতে রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন ৩১ জানুয়ারি শনিবার তিনি সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় এবং পরবর্তীতে টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চড়জানা বাইপাস সংলগ্ন এলাকায় আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করবেন। সফর শেষে ওই দিন রাতেই তাঁর রাজধানীতে ফেরার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us