• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ সকাল ১০:১৫:৩৭ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা

১৩ এপ্রিল ২০২৩ দুপুর ০১:১৪:১৬

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ।

১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ। শ্রদ্ধা নিবেদন শুরু হয় ১০টা ২৭ মিনিটে। এরপর একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন বয়সী নানা শ্রেণি-পেশার মানুষ।

Ad
Ad

বেলা ১২টায় তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েত উল্লাহর নেতৃত্বে এ গার্ড অব অনার দেওয়া হয়।

Ad

দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০টা থেকে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জুমা তার দ্বিতীয় জানাজা হবে।

এদিকে তার দাফনের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
১০ লাখ টাকার চেক ফেরত দিলেন বিএনপি নেতা
২৭ অক্টোবর ২০২৫ সকাল ০৯:২৫:৩৮







Follow Us