• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:৫৬ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:৫৬ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরীয়তপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

৭ জুন ২০২৪ সকাল ০৮:১৯:৪৪

শরীয়তপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যাতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আবুল কালাম আজাদ (৪০) নিহত হয়েছেন।

৬ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিলই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল এলাকার গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে। তিনি ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কাম-কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে অফিসের কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল এলাকার উদ্দেশ্য রওনা হন আবুল কালাম আজাদ। পথে ইসলামপুর ইউনিয়নের তিলই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। পরে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী সবুজ বলেন, আমরা খবর পেয়ে ভাইকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। তার অবস্থা আশংকাজনক হওয়ার ডাক্তার ঢাকায় নেয়ার কথা বলেন। আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। জাজিরা এলাকায় পৌঁছালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, বাসের চাপায় পিআইও অফিসের এক কর্মচারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩