বদলগাছীতে রাস্তার পাশে ফসল চাষে কৃষকদের সাফল্য
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তার পাশের পতিত জমিতে শীতকালীন ফসল চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। এসব পরিত্যক্ত জমিতে চাষ করা হচ্ছে হলুদ, আদা, মসুর ডাল, তিল ও শিমসহ নানাধরনের ফসল।আঁকাবাঁকা দৃষ্টিনন্দন গ্রামীণ সড়ক, আর সেই গ্রামীণ সড়কের দুপাশে হাতছানি দিচ্ছে সবুজের সমারোহ। সড়কের দুই পাশে পতিত জমিতে চাষ হচ্ছে শীতকালীন নানাধরনের সবজি। আর এসব ফসল দূর থেকে দেখলে যে কারও মনে হতে পারে এ যেন পিচ ঢালা পথের পাশে সবুজের গালিচা ।উপজেলার কোলা, আধাইপুর, মথুরাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কে এখন শোভা পাচ্ছে কৃষকের লাগানো সবজি, হলুদ, আদা, মসুর ডাল, তিল, শিমসহ নানা ধরনের ফসল। আর সড়কের পাশে বাতাসে দোল খাওয়া ফসলের সবুজ কচি পাতা যেন জানান দেয় কৃষকের সফলতার গল্প।স্থানীয় কৃষক দুলাল, অমেশ, আতাউর জানান, রাস্তার ধারে অব্যবহৃত জমিতে এসব ফসল চাষ করতে যেমন বেশি সার কিংবা কীটনাশকের প্রয়োজন পড়ে না। স্বাভাবিকভাবে উর্বর মাটিতে এসব ফসলের ফলনও ভালো হয়। ফলে একদিকে যেমন কৃষকরা বাড়তি আয় করছেন, অন্যদিকে পতিত জমিগুলোও কাজে লাগানো যাচ্ছে।বদলগাছী উপজেলা কৃষি বিভাগ জানায়, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন স্থানীয় কৃষকদের। আগামীতে এ উদ্যোগ আরও বিস্তৃত হবে। এতে কৃষকরা আরও বেশি লাভবান হবে।বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান জানান, কৃষি উপসহকারী কর্মকর্তাদের পরামর্শ আর স্থানীয় কৃষকদের উদ্যোগে বদলগাছী উপজেলার পতিত জমিগুলো এখন সবুজে ভরে উঠেছে। ফলে এ উদ্যোগ স্থানীয় কৃষিতে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে। যা দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হতে পারে।