স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচন কমিশন।

২৪ জানুয়ারি শনিবার দুপুরে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।


রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের একটি জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি অমান্য করে অবৈধ তোরণ নির্মাণ ও অতিরিক্ত বিলবোর্ড ও বড় আকারের ব্যানার স্থাপনের অভিযোগ উঠেছে সারজিস আলমের বিরুদ্ধে।
পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পোস্টার ও ব্যানারের নির্দিষ্ট মাপ ও সীমা নির্ধারিত থাকলেও সারজিস আলমের নির্বাচনী প্রচারণায় তা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে সারজিস আলম বা তাঁর নির্বাচনী প্রচার টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় এনসিপি ও জোটের নেতাকর্মীরা দাবি করেছেন, এগুলো জনসভার সাজসজ্জার অংশ ছিল, সরাসরি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available