নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় শিশু নিহত
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সিফাত হোসেন নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।১০ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার সিঁকিচরা গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সিফাত একই গ্রামের হিরো ইসলামের ছেলে।সিংড়া থানার ওসি আ.স.ম আব্দুন নূর জানান, শিশু সিফাত বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে চলা মাটিবাহী একটি ট্রাক্টর সিফাতকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে ট্রাক্টর রেখেই তার চালক ও সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।