সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনকালে ট্রাক্টরের চাপায় তাজুল ইসলাম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

১৯ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম নছরনগর গ্রামের প্রবীণ জামায়াতে নেতা আমির আলীর নাতি এবং বোরহান উদ্দিনের ছেলে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিকেলে খোলা মাঠে খেলছিল শিশু তাজুল ইসলাম। এ সময় মৃত আসরব আলীর ছেলে ইউনুস আলীর জমি থেকে নিজ বসতভিটা ভরাটের উদ্দেশ্যে মাটি পরিবহন করছিলেন মন্তাজনগর গ্রামের মৃত মমশর আলীর ছেলে আমিন (৪৫)। তার মালিকানাধীন একটি ট্রাক্টর দুর্ঘটনাকবলিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি পরিবহনের সময় চালক অসাবধানতার কারণে শিশুটিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তিনটি ট্রাক্টর ও একটি ফেলুটা জব্দ করে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে দোয়ারাবাজার উপজেলায় দিনরাত ফসলি জমির টপসয়েল কেটে মাটি বিক্রি ও বালু উত্তোলনের কার্যক্রম চলছে। এতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available