বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে মো. আব্দুল্লাহ (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ৪ ঘণ্টা অভিযানের পরও উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।২৮ জুন শনিবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করতো।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত খালার বাড়িতে বেড়াতে যায় মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ। বিকেলে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে সে। এক পর্যায়ে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মিললে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত খুঁজে ব্যর্থ হন।পরে ২৯ জুন রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দশানী নদীতে উদ্ধার অভিযান চালায়। ৪ ঘণ্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ আব্দুল্লাহকে উদ্ধার করতে না পেরে ফিরে যান তারা।জামালপুর ফায়ার সার্ভিসের অফিসার সিদ্দিকুর রহমান জানান, ৪ ঘণ্টা অভিযানের পরও মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।