• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ১০:৫২:১৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাওনের মতবিনিময়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: তারুণ্যের ভাবনা আগামীর বকশীগঞ্জ বিনির্মাণে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাহজাহান শাওন ওই মতবিনিময় সভার আয়োজন করেন।১৩ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি ক্ষমতায় গেলে বকশীগঞ্জ উপজেলায় তারুণ্য নির্ভর কী কী উন্নয়ন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ছাত্রদল নেতা শাহজাহান শাওন।এসময় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।মতবিনিময় সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম, সদস্য সচিব আহমেদ সায়েম সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অবিচল আস্থা রেখে বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নকে ত্বরান্বিত করতে ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেন শাহজাহান শাওন।মতবিনিময় সভায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল মাঠে কাজ করছে বলেও জানান কেন্দ্রীয় এই নেতা।