নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রিক্সা, ভ্যান ও অটোচালক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবারের খোঁজ-খবর এবং সুখ-দুঃখের কথা শোনেন।

১৩ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেইসবুক পোস্টেও এ মতবিনিময় সভার ভিডিও ফুটেজ দেখা যায়।
এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানারকম হয়রানির কথা তুলে ধরেন চালকরা। বিএনপির চেয়ারম্যানগভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ায় রিকশাচালকদের ধন্যবাদও জানান তিনি।
পাশাপাশি তিনি অনুরোধ জানান, শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার।
এসময় কয়েকজন রিকশা, ভ্যান, অটোচালক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে তারেক রহমানও এসব নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে তারেক রহমানকে ধানের শীষ ও রিকশা সংবলিত একটি ক্রেস্ট উপহার দেন তারা। এ সময় রিকশা, ভ্যান, অটোচালক নেতৃবৃন্দের সঙ্গে গ্রুপ ছবি তোলেন তারেক রহমান। এই অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া বিএনপি’র সিনিয়র কোনো নেতা উপস্থিত ছিলেন না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available