নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসিবি) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পিসিবির পাঁচ সদস্যের ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কমিশনের সদস্যরা মরক্কোকে চেয়ারম্যান এবং জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও বাংলাদেশকে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন।

শান্তি প্রতিষ্ঠা কমিশন একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা, যা সংঘাত-প্রভাবিত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করে। এই কমিশনটি জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘ ব্যবস্থায় শীর্ষ শান্তিরক্ষী ও আর্থিক অবদানকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত। কমিশনের মোট সদস্য সংখ্যা ৩১টি রাষ্ট্র।


বাংলাদেশ ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই এর সদস্য হিসেবে রয়েছে। এর আগে বাংলাদেশ ২০১২ সালে পিসিবির চেয়ারম্যান এবং ২০১৩ ও ২০২৩ সালে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে।
বৃহস্পতিবার ২০তম অধিবেশনের প্রথম বৈঠকে সংক্ষিপ্ত এক আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাইস-চেয়ারের দায়িত্ব গ্রহণ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে শেফ দ্য ক্যাবিনেট উপস্থিত ছিলেন এবং পিসিবির ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম ও উদ্যোগে বাংলাদেশের অব্যাহত ও ভবিষ্যৎ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available