স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ। এখন বল আইসিসির কোর্টে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আগের অবস্থানে অনড় থাকলে আসন্ন মেগা ইভেন্টে বাংলাদেশের খেলা অনিশ্চিত হয়ে পড়বে। আইসিসির বোর্ড সভায় ভারতের মাটিতে বাংলাদেশের খেলা এবং বিকল্প দল নেওয়া নিয়ে ভোটাভুটি হয়, যেখানে বিসিবির বাইরে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়।

সভা শেষে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময় দেয় আইসিসি। ২২ জানুয়ারি বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি ও ক্রিকেটারদের বৈঠক শেষে একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়। অর্থাৎ, কেবল শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তন হলেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়, বাংলাদেশ বাদ পড়লে তারাও বিশ্বকাপ বয়কট করতে পারে। এবার প্রকাশ্যেই সেই আহ্বান জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।


নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রশিদ লতিফ লেখেন, ‘ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নয়, এই কারণ দেখিয়ে বিসিবি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ ঐতিহ্য বজায় রেখে আইসিসিকে চ্যালেঞ্জ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কি একই ধরনের অবস্থান নেওয়ার সক্ষমতা আছে?
এ ছাড়া ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব শোতেও এ বিষয়ে কথা বলেন তিনি। সেখানে পিসিবির প্রতি আহ্বান জানিয়ে রশিদ বলেন, ‘পাকিস্তানের এখনই হস্তক্ষেপ করা উচিত। বাংলাদেশকে সমর্থন দিয়ে পাকিস্তান বয়কট করলে বিশ্বকাপ বড় সংকটে পড়বে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা নিরাপদ নয়, আইসিসি বা বিসিসিআই যা-ই বলুক।’
১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলা রশিদের মতে, বর্তমান ক্রিকেট ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ জানানোর এটাই সেরা সময়। তিনি বলেন, ‘পাকিস্তানের হাতেই ট্রাম্পকার্ড। বাংলাদেশের অবস্থান সঠিক। পাকিস্তান না খেললে বিশ্বকাপ কার্যত থমকে যাবে। নিষেধাজ্ঞা বা জরিমানার ঝুঁকি থাকলেও এখনই স্পষ্ট অবস্থান জানানোর সময়।’
অনুষ্ঠানের সঞ্চালক আর্থিক ক্ষতির প্রসঙ্গ তুললে রশিদ লতিফ বলেন, ‘বড় সিদ্ধান্ত নিতে গেলে আইসিসির অনুদানের কথা ভাবা যায় না। বাংলাদেশ তা করে দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকাও ২১ বছর নিষিদ্ধ থেকেও ক্রিকেট হারায়নি।’ তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় অর্ধেকে নেমে আসবে। তাই পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available