• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৯:১০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৯:১০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশপাশের উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে টুঙ্গিপাড়ায় আসে সর্বস্তরের মানুষ। সেখানে তারা জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও গোপালগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় সমাধি কমপ্লেক্স মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।