মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন এর নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর দেশব্যাপী সকল শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ছেলেমেয়েদের শিক্ষার সাথে জড়িয়ে দিতে প্রাথমিক শিক্ষা প্রদান এবং পবিত্র আল-কোরআন শিক্ষা দিতে প্রায়ই ৭৩ হাজার শিক্ষক কাজ করে যাচ্ছেন।এরই অংশ হিসাবে ৭ জানুয়ারি বুধবার দুপুরে মুফতি আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি, মাও. আমিনুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাও. মোজাম্মেলকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।রাজধানীর শিশু কল্যাণ পরিষদের হল রুমে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ কমিটি ঘোষণা করা হয়।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাও. আমিনুল ইসলাম চৌধুরী, মাও. মোজাম্মেল হক, মাও. কে. এম. মিনহাজ উদ্দিন, মুফতি আ. রাজ্জাক, মাও. বরকতুল্লাহ, ক্বারী আব্দুল হাকিম, মাও. রফিকুল ইসলাম, মাও. নুরুল ইসলাম বাসার, মাও. শফিদুল্লাহ প্রমুখ।