নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আগারগাঁও প্রধান কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত বিএনপি সমর্থিত জিয়া পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকৌশলী মো. সাইফুল জামানকে সভাপতি ও মোল্লা মো. আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে।


এ নব-গঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. ফিরোজ রেজা, প্রকৌশলী মো. রাজিব আহমেদ, খন্দকার লুৎফে আলম সাব্বির, প্রকৌশলী আব্দুর জোবায়ের (উৎস), প্রকৌশলী মাসুম আলম ভুঁইয়া, আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জাকির, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম কাজল, দফতর সম্পাদক মো. আলি রেজা, আইন বিষয়ক সম্পাদক মো. মকবুল হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মো. লুৎফর রহমান।
নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সাইফুল জামান জানান, কেন্দ্রীয় কমিটির প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির প্যাডে লেখা পত্রটি জাল জালিয়াতি বলে কিছু মানুষ প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যা খুবই দুঃখজনক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available