• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০৩:৩৫:০১ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১৮ আগস্ট ২০২৫ সকাল ০৯:৩৯:৩৬

সংবাদ ছবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘কোন মেস্তরী নাও বানাইল, কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও’ গানের সুরে সুরে প্রতিযোগীরা বৈঠায় টান দিয়ে এগিয়ে চলেন। এ যেন প্রাণের স্পন্ধন ছুঁয়ে যায়।

Ad

গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে গেলো কয়েক বছর ধরে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোওয়াগাও জননী-জন্মভূমি পরিষদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে এই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

Ad
Ad

১৬ আগস্ট শনিবার বিকেলে নোওয়াগাও হাওরে নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ৭টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে হাজারও মানুষ ভিড় জমান।

নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বানিয়াচং উপজেলা দৌলতপুর গ্রামে নৌকা, রানারআপ হয় হবিগঞ্জ সদর উপজেলার লামা পইলের আসমত আলীর নৌকা ও শিকারপুর গ্রামের নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার এলইডি টেলিভিশন ও তৃতীয় কাপ দেওয়া দেয়া হয়। এছাড়া অংশগ্রহকারীদের জন্য ছিল সৌজন্য পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দিত প্রতিযোগীরাও।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন পুলিশ সুপার এ এনএম সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি শেখ সুজাত মিয়া, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. রায়হান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী ধলাই শাহ। অতিথিরা নৌকা বাইচে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us