• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:০৮:২২ (24-Aug-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

সাভারে ডিবি পরিচয়ে বাসায় প্রবেশ করে ডাকাতি

২৪ আগস্ট ২০২৫ সকাল ১০:২০:০৮

সংবাদ ছবি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: সাভারে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।

২৩ আগস্ট শনিবার সন্ধ্যা ৮টায় সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির ৬ নম্বর বাড়ির ৩য় তলার নাসির উদ্দিনের ফ্ল্যাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রবশ করে ১০ থেকে ১২ জন। তারা অস্ত্রের মুখে সবাইকে হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। ডাকাতরা চলে গেলে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
কালিয়াকৈরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
২৪ আগস্ট ২০২৫ দুপুর ০২:৫৯:১৩