• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ সকাল ১১:১৪:৫৩ (17-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঝিনাইদহে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই জামাল হোসেন (২১) নিহত হয়েছেন।২৮ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, সোমবার সকালে ভাত খাওয়া নিয়ে বড় ভাইয়ের সঙ্গে বিকর্তে জড়ায় ছোট ভাই জামাল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উজ্জল হোসেন হাতে থাকা ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ভৈরবা বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে তিনি মারা যান।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহত জামালের বড় ভাই উজ্জল এক জন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার হাতে সব সময় ধারালো ছুরি থাকতো। সেই ছুরি দিয়েই আঘাত করে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছেন। বেলা ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।