নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
১৬ অক্টোবর বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তাবিউর রহমান পিপিএম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—সাইফুল ইসলাম শাওন (৩৯) ও মো. ফারুক হোসেন (৩৮)। শনিবার (১৪ অক্টোবর) ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরের রবিন সরণি রোডে ঢাকা আই কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতাররা ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিওর সামনে অবস্থান করে নগদ টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করত। পরে মোটরসাইকেলে অনুসরণ করে সুযোগমতো টাকার ব্যাগ ছিনিয়ে নিত। পুলিশের ছিনতাই প্রতিরোধ টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে।
গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের কাছ থেকে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, চক্রের আরও এক সদস্য মো. জিল্লুর রহমান খানের সঙ্গে তারা একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।
জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে ১০টি এবং ফারুক হোসেনের বিরুদ্ধে ২টি ছিনতাই মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available