• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:২৮:৩৭ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:২৮:৩৭ (18-May-2024)
  • - ৩৩° সে:

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ

রংপুর ব্যুরো: হাইকোর্টের নির্দেশে সারা দেশের মতো রংপুরে পরিবেশ অধিদপ্তরের ও জেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিসের সহযোগিতায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩টি ইট ভাটা থেকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।১৬ মে বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলার কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে মেসার্স থ্রিস্টার ব্রিকস ২ লাখ টাকা, মেসার্স ফাইভ স্টার  ব্রিকসে ২ লাখ ৫০ হাজার টাকা, সুরুজ ব্রিকস ২ লাখ টাকা জরিমানা ধার্য পূর্ব আদায় ও ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ এসকে বেটার দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর।এ সময় তিনটি ইট ভাটাকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ।পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন জানান, অবৈধ ইটভাটা উচ্ছেদ করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম অব্যাহত থাকবে। এরপরও যদি কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তানজিনা খাতুন, আল আমিন ওয়ারিজেন ইন্সপেক্টর ফায়ার সার্ভিস রংপুর, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনোয়ারুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।