• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:০১:৪৮ (02-Dec-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে দুই ভাটার কাঁচা ইট নষ্ট করল ভ্রাম্যমাণ আদালত

২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৭:০০

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দুই ইট ভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে অসঙ্গতি থাকায় ইট ভাটা দুটিতে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ পদক্ষেপ নেন।

Ad

২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পৌর এলাকার পিন্টু জামানের এইচএমবিএম ও আব্দুর রশিদ খোকনের এএমবিএম নামের ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযান পরিচালনার সময় যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান, কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। তবে অভিযানে কাউকে আটক বা জরিমানা করেনি ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট ভাটার কাঁচা ইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে নষ্ট করেন।

অভিযানের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও তারা জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকায় এর আগে ভাটা দুটির চিমনি পরিবেশ অধিদপ্তর ভেঙে গুড়িয়ে দিলেও পুনরায় ভাটার কার্যক্রম শুরু করেছিলেন তারা। ফলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইট নষ্ট করে দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
এবার ৫২৭ থানার ওসি লটারিতে নির্ধারণ
২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:১৬






Follow Us