• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই মাঘ ১৪৩২ রাত ১২:২০:৫৬ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করবে এনসিপি

২২ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০১:৩১

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবিতে বিকেলে গণমিছিল কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Ad

২২ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

Ad
Ad

শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচিতে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবি জানানো হবে।

মিছিলটি আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে শুরু হবে, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের এই দাবিটি প্রথম তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যা গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর এক প্রতিক্রিয়ায় উঠে আসে।

এর আগে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল।

অন্যদিকে, গণঅধিকার পরিষদও জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোটসঙ্গীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে একাধিক আন্দোলন করেছে। এনসিপি তাদের আজকের গণমিছিলের মাধ্যমে আওয়ামী লীগ ও এর জোটসঙ্গীদের দলীয় বিচারের দাবিকে জোরালোভাবে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
৩১ জানুয়ারী ২০২৬ রাত ১১:২৫:৪৫








দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
৩১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩



Follow Us