নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে এ মুহূর্তে জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি নিয়ে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। পাশাপাশি এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে।

১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠক শেষে জ্বালানি নিয়ে ভেনেজুয়েলা ও ইরানের ইস্যু উল্লেখ করে সরকারের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা এমন মন্তব্য করেন।


ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পে স্কেল নিয়েও পে কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি ক্যামেরা কেনার বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে। তারা সেখান থেকেই খরচ করবে।
এ ছাড়া এডিবির অর্থায়নে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান ড. সালেহউদ্দিন আহমেদ। এ কাজে সহযোগিতা করবে বিআরটিএ, বিএমইটিসহ বিভিন্ন সংস্থা। মূলত বিদেশে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য থেকেই এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available