• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ১১:১২:৩৬ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ১১:১২:৩৬ (09-May-2024)
  • - ৩৩° সে:

দেশে আইসিসির সম্প্রচার স্বত্ব পেল টিএসএম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সম্প্রচার স্বত্ব পেয়েছে টাইমস স্পোর্টস মার্কেটিং অ্যাজেন্সি (টিএসএম)। প্রতিষ্ঠানটি নাগরিক টিভি এবং বাংলালিংকের মাধ্যমে দেশে খেলা দেখাবে।৫ এপ্রিল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।টিএসএম আগামী ২ বছরের জন্য অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত এই সম্প্রচার স্বত্ব পেয়েছে।চুক্তি অনুযায়ী টিএসএম আগামী ২ বছরে আয়োজিত হতে যাওয়া আইসিসি টুর্নামেন্টগুলো বাংলাদেশে দেখানোর সুযোগ পাবে। এর মধ্যে আছে চলতি বছরে আয়োজিত হতে যাওয়া পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহি জিওফ অ্যালারডাইস বলেন, ‘বাংলাদেশ অঞ্চলের আইসিসি ক্রিকেট স্বত্ব টিএসএমকে দিতে পেরে আমরা আনন্দিত, যেখানে একটি বিশাল ও অনুরাগী সমর্থকগোষ্ঠী আছে। এই বছরের শেষদিকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশেই। আমাদের সম্প্রচারসঙ্গীর সঙ্গে এই মেলবন্ধনে এখানে মেয়েদের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার এবং নতুন ও রোমাঞ্চকর সমর্থকদের সম্পৃক্ত করার সত্যিকারের সুযোগ আছে।’