বামনায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।২ এপ্রিল বুধবার উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফাইনালে ইয়াং স্টার মঠবাড়িয়াকে ৪০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চলাভাঙা টাইগার্স।খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে একটি ২৪ এবং রানার্সআপ দলকে একটি ১৯ ইঞ্চি এলইডি টিভি দেয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রাশেদ খান মামুন।গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নেয় বিভিন্ন উপজেলার ১৬টি দল।