• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ সকাল ১০:৫৪:০৬ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

বিকেলে লিটন-মোস্তাফিজদের সঙ্গে বসবেন আসিফ নজরুল

২২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৬:৫৪

বিকেলে লিটন-মোস্তাফিজদের সঙ্গে বসবেন আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, সেটা এখন অনেকটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা অচলাবস্থার মধ্যে গতকাল বুধবার বোর্ড সদস্যদের নিয়ে হওয়া মিটিং শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।

Ad

এদিকে আগে থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় অবস্থানে ছিল বিসিবি। বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে একদিন সময় দিয়েছে আইসিসি। অর্থাৎ, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা, সে সিদ্ধান্ত আজকের মধ্যেই নিতে হবে বিসিবিকে।

Ad
Ad

এমন পরিস্থিতিতে আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

বিসিবি সূত্রের বরাতে ক্রিকবাজ উল্লেখ করেছে, বিকেল ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের সঙ্গে এই বৈঠকে বসবেন আসিফ নজরুল। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে সরকারের অবস্থান ক্রিকেটারদের জানাবে ক্রীড়া উপদেষ্টা। কোন পরিস্থিতিতে ভারতে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতি ক্রিকেটারদের সামনে তুলে ধরবেন তিনি।

পাশাপাশি ক্রিকেটারদের মতামতও শোনার কথা ক্রীড়া উপদেষ্টার। ক্রিকবাজ উল্লেখ করেছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও মতামত শুনবেন আসিফ নজরুল। পাশাপাশি চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় নিয়েও আলোচনা করবেন তিনি।

উল্লেখ্য, আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবিকে যে একদিন সময় দিয়েছে, এই বৈঠকের পর সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
২২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৭:৪৬








পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত আবিষ্কার
পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত আবিষ্কার
২২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪০:০৫


Follow Us