কুমিল্লা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৪৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, পিএসসি।


তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য। এই লক্ষ্যে সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীনে কুমিল্লা জেলার ৯টি এবং চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে বিজিবি দায়িত্ব পালন করবে।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, ২৯ জানুয়ারি থেকে বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে, যা ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভোটকেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম শুরু হয়ে ৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় ন্যূনতম ২টি প্লাটুন এবং ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে ৩টি করে প্লাটুন মোতায়েন থাকবে। মোট ২২টি উপজেলায় স্থাপিত ২২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে কুমিল্লা ও চাঁদপুর জেলায় প্রায় ৭৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী নিরাপত্তা জোরদারে প্রতিটি প্লাটুনে বডি ওর্ন ক্যামেরা অথবা মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। পাশাপাশি নির্বাচনপূর্ব সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available