• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ বিকাল ০৫:১১:৫৫ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

ধানের শীষ জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ হবে: তারেক রহমান

২৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৭:৩৮

ধানের শীষ জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ধানের শীষ প্রতীকে নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Ad

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা আড়াইটার পর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান।

Ad
Ad

তারেক রহমান বলেন, বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। তিনি জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘জনগণের জয়যাত্রা’। এ সময় কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে দুপুর ২টার দিকে তারেক রহমান মঞ্চে উঠলে নেতা-কর্মী ও সমর্থকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দুপুর ১২টায় আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন।

ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত এই জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে এই তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us