• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৫:২৪ (28-Nov-2025)
  • - ৩৩° সে:

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান দেওয়া হবে: দুলু

২৮ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:১৪

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ধানের শীষ উন্নয়নের প্রতীক। বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

Ad

২৮ নভেম্বর শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়ায় শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Ad
Ad

তিনি আরও বলেন, ‘মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতনভুক্ত করার পরিকল্পনাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।’

বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ। তিনি তার বক্তব্যে দাবি করেন, ‘আওয়ামী লীগ মাঠে থাকলেও, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে।’

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান শাহিন ও মো. সাইফুল ইসলাম আক্তার, নলডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন (আনু) ও সঞ্চালনা করেন নাটোর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক এম এ হাফিজ, মহিলা দলের নেত্রী ও বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি সহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক: দুলু
২৮ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:৪২




সংবাদ ছবি
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮
২৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:২১






Follow Us