• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৫০:৩৭ (23-Oct-2025)
  • - ৩৩° সে:

১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না : মঈন খান

২৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১৯:৪৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এ দেশে গত ১৫ বছরে অনেক অন্যায় হয়েছে। প্রশাসনে দলীয়করণ হয়েছে। সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক আছেন, তাদের ছুড়ে ফেলে দিয়ে দেশ চালানো সম্ভব নয়। অনেকে সরকারের চাপে অন্যায় করতে বাধ্য হয়েছেন।

২৩ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

Ad
Ad

সেখান থেকে বেরিয়ে আব্দুল মইন খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, বিগত তিনটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কাদের দ্বারা হয়েছিল? যারা প্রশাসনে থেকে রাজনৈতিক ভূমিকা রেখেছিল। ১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না। এই বিষয়ে আমরা সচেতন করেছি ইসিকে। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারেন সে বিষয়ে বলেছি।

Ad

মঈন খান বলেন, সাধারণ নির্বাচন একটি বিরাট কর্মযজ্ঞ। ৩০০ নির্বাচনি এলাকায় ৪২ হাজার কেন্দ্র আছে। সরকার থেকে তারা ধার করে নিয়ে আসে। ভোটে ১০ লাখ লোক দরকার, তারা কারা? এরা সিভিল, পুলিশ, বিচার বিভাগ থেকে আসেন। বিগত ১৫ বছর প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, সাংবাদিক তাদের কাজ করবে। তারা যেন বিনা বাধায় কাজ করতে পারেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে এই অবস্থায় এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন একটা উদাহরণ সৃষ্টি করতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের দায়িত্ব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৪৪:৪৪

সংবাদ ছবি
আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে যা রয়েছে
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৭:২০

সংবাদ ছবি
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:২৩:৩৬









Follow Us