• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই কার্তিক ১৪৩২ রাত ০৯:৫২:০৯ (30-Oct-2025)
  • - ৩৩° সে:

প্রেস সচিব

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

৩০ অক্টোবর ২০২৫ সকাল ০৮:১৮:৫৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ভোটের তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তারা এ বিষয়ে বলেছেনও, সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা জানাবে।

Ad

প্রেস সচিব বলেন, আমাদের তরফ থেকে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার কিছু নেই। আমাদের তরফ থেকে বারবার একটা কথাই বলছি যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে।

Ad
Ad

২৯ অক্টোবর বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

একজন গণমাধ্যম কর্মী তার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ জানতে চাইলে তিনি এভাবে জবাব দেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে। এছাড়া কর্মকর্তাদের নিজ জেলা ও নিকট আত্মীয় জেলা এবং আত্মীয় পরিজনের কেউ প্রার্থী হলে সেসব নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন থেকেও বিরত রাখা হবে।

প্রেস সচিব জানান, আজ (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতি বিষয়ক এক সভা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হয়। ২ ঘণ্টাব্যাপী ওই সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলি ও পদায়নের বিষয়ে এলাকার গুরুত্ব বিবেচনায় কর্মকর্তাদের দক্ষতা বিবেচনা করে বিভিন্ন নির্বাচনী এলাকায় বদলি ও পদায়নের বিষয়ে এরই মধ্যে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে।

এর পাশাপাশি নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্ব পালন করবে এমন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানও শুরু করেছে বলে জানান শফিকুল আলম।

অনুষ্ঠিত এই সভায় মূলত পদায়ন, ট্রেনিং, নিরাপত্তা ইস্যু ও সোশ্যাল মিডিয়ায় ডিসইনফরমেশন মনিটরিং করা- এ ৪ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, পিএসও লে. জে. কামরুল হাসান, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিজি র‍্যাব এ কে এম শহিদুর রহমান, ডিজি কোস্টগার্ড রিয়ার এডমিরাল জিয়াউল হক, ডিজি আনসার মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এবং এনএসআই, ডিজিএফআই ও এসবিআর প্রতিনিধিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
৩০ অক্টোবর ২০২৫ রাত ০৯:১২:৪৫

সংবাদ ছবি
গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম গ্রেফতার
৩০ অক্টোবর ২০২৫ রাত ০৮:৫৩:৫৯

সংবাদ ছবি
ভারী বর্ষণ হতে পারে যেসব জেলায়
৩০ অক্টোবর ২০২৫ রাত ০৮:৪৮:৫৪




সংবাদ ছবি
দারাজমল নিয়ে এলো ‘অথেন্টিসিটি গ্যারান্টি’
৩০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:৪৫


সংবাদ ছবি
১ টাকায় গরুর মাংস বিতরণ
৩০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:৫৪



Follow Us