• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই কার্তিক ১৪৩২ রাত ১১:০৪:৫২ (30-Oct-2025)
  • - ৩৩° সে:

ভারত পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে আফগানিস্তানের পাশে থাকবে ভারত

৩০ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:৫৭

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আফগানিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত। 

Ad

৩০ অক্টোবর বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে আফগানিস্তানকে এমন সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

Ad
Ad

সাম্প্রতিক সময়ে সীমান্ত ভয়াবহ সংঘর্ষ এবং কাবুলে পাকিস্তানের বিমান হামলার জেরে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ হয়ে পড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে বলে আসছিল, তাদের মাটি থেকে টিটিপিসহ অন্য কোনো সন্ত্রাসী সংগঠনকে পাকিস্তানে হামলা চালাতে না দেওয়া হয়।

আফগানিস্তান এ অনুরোধ রাখেনি এমন অজুহাতে গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এরপর সীমান্তে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ।

এ সংঘাতের দিকে রণধীর জসওয়ালের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়, পাকিস্তান অভিযোগ করছে যে ভারত সমর্থিত খারেজিরা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

জবাবে জসওয়াল বলেন, আফগানিস্তান-পাকিস্তান সংঘাত নিয়ে আমার পূর্ববর্তী ব্রিফিংয়ে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছিলাম। আফগানিস্তান তাদের নিজস্ব ভূখণ্ডের উপর সার্বভৌম অধিকার প্রয়োগ করছে বলে পাকিস্তান ক্ষুব্ধ। পাকিস্তানের ধারণা, তারা বিনা বাধায় সীমান্তে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে পারে। কিন্তু, তাদের প্রতিবেশী দেশগুলো এটিকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আফগানিস্তানের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ভারত।

এসময় আফগানিস্তানে থাকা ভারতের প্রকল্পগুলো নিয়েও প্রশ্ন করা হয় জসওয়ালকে।

জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি দিল্লি এসেছিলেন। এরপর এ ব্যাপারে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
৩০ অক্টোবর ২০২৫ রাত ০৯:১২:৪৫

সংবাদ ছবি
গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম গ্রেফতার
৩০ অক্টোবর ২০২৫ রাত ০৮:৫৩:৫৯

সংবাদ ছবি
ভারী বর্ষণ হতে পারে যেসব জেলায়
৩০ অক্টোবর ২০২৫ রাত ০৮:৪৮:৫৪




সংবাদ ছবি
দারাজমল নিয়ে এলো ‘অথেন্টিসিটি গ্যারান্টি’
৩০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:৪৫


সংবাদ ছবি
১ টাকায় গরুর মাংস বিতরণ
৩০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:৫৪



Follow Us