নিজস্ব প্রতিবেদক: ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। আজ ৫ জানুয়ারি সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও অন্যান্য আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।


সংস্থাগুলোর তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহরের প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটির প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
এই ভূমিকম্পের প্রভাব শুধু বাংলাদেশেই নয়, ভারতের বিভিন্ন এলাকা ছাড়াও মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী অঞ্চলেও অনুভূত হয়েছে। ভৌগোলিকভাবে কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থানের কারণে সিলেট অঞ্চলে কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে বেশি ছিল।
উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available