• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৩৭:০৭ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় যাচ্ছেন বিএনপির দুই শীর্ষ নেতা

১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:৩৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির শীর্ষ দুই নেতা।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

Ad
Ad

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও তথ্য দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।

মির্জা ফখরুল বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আমরা তার আগমনকে স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, তারেক রহমান দেশে ফিরলে সেসব বাধা দূর হবে বলে আমরা বিশ্বাস করি।’
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ওসমান হাদির বাড়িতে চুরি
১৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৬:৩৭





Follow Us