• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ সকাল ১০:৪৭:৩৬ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ষষ্ঠ দিনে ৬০ আপিল মঞ্জুর

১৬ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৪:২৭

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ষষ্ঠ দিনে ৬০ আপিল মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ষষ্ঠ দিনে আরও ৬০টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Ad

এছাড়া ২৯ টি আপিল নামঞ্জুর করা হয়েছে। অপরদিকে অপেক্ষমাণ রাখা হয়েছে ১০ টি আপিল।

Ad
Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে ১০৪টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়।

এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৬০টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ২৯টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৫টি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে ১০টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।’

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকাসহ যেসব আসনে লড়বে এনসিপি
ঢাকাসহ যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৭:৩৩

আজ পবিত্র শবে মেরাজ
আজ পবিত্র শবে মেরাজ
১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৪:৩৪








Follow Us