• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:৩৮:৪৪ (24-Aug-2025)
  • - ৩৩° সে:

লাইফস্টাইল

মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন

২৪ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৫৭:৫৭

সংবাদ ছবি

লাইফস্টাইল ডেস্ক: রাজধানীসহ সারা দেশে মোটরসাইকেল রাইড শেয়ারিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে যানজট ও মানসম্মত গণপরিবহন সংকটে ভোগা ঢাকার যাত্রীদের জন্য দ্রুত গন্তব্যে পৌঁছানোর অন্যতম ভরসা হয়ে উঠেছে এই সেবা।

তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেল ও চালকের সংখ্যা। দুর্ঘটনাপ্রবণ এই বাহনে ক্রমেই বাড়ছে দুর্ঘটনা ও হতাহতের ঘটনাও।

গত ২৩ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে মোটরসাইকেল দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিসংখ্যানে দেখা গেছে, রাজধানীসহ সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৮ শতাংশ মানুষের মৃত্যু হেলমেট না পরার কারণে ঘটে। তবে বর্তমানে হেলমেট থাকা সত্ত্বেও দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে, যার মূল কারণ হচ্ছে নিম্নমানের হেলমেট ব্যবহার।

বর্তমানে রাইড শেয়ারিং-এর ক্ষেত্রে বেশির ভাগ মোটরসাইকেল চালক ও আরোহীরা যে হেলমেট ব্যবহার করেন তা নিম্নমানের। এটি শুধু মামলা ও পুলিশি ঝামেলা এড়ানোর ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাইড শেয়ারিং সময় চালকদের অবশ্যই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত হেলমেট সরবরাহ করতে হবে। মোটরসাইকেল-চালকদের হেলমেটের মান নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ) সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। আইন অনুযায়ী মোটরসাইকেল চালক ও আরোহীকে বিআরটিএ অনুমোদিত স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করতে হবে।

অনেক ক্ষেত্রে দেখা যায় সংক্রমণ ও অ্যালার্জির ভয়ে যাত্রীরা চালকের দেওয়া হেলমেট না পরে সেটি হাতে ধরে বসে থাকেন। এতে দুর্ঘটনার ক্ষেত্রে তাঁরা বড় ধরনের ঝুঁকির ভেতর থাকেন।

রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোও নিরাপত্তা সচেতনতা বাড়াতে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম উবার বাংলাদেশে চালক ও যাত্রীদের মানসম্মত ও টেকসই হেলমেট সরবরাহ করে হেলমেট ব্যবহারে উৎসাহ দিচ্ছে। অ্যাপের মাধ্যমে তারা নিয়মিত সচেতনতা প্রচারও চালাচ্ছে।

দুর্ঘটনার পাশাপাশি ছিনতাই ও অপহরণের ঝুঁকিও রাইড শেয়ারিংয়ে বাড়ছে। তাই উবারের মতো প্ল্যাটফর্মগুলো অ্যাপের বাইরে চুক্তিভিত্তিক রাইড নিরুৎসাহিত করছে। এছাড়া চালকদের জন্য বাইকে ৯৯৯ জরুরি সেবা স্টিকার এবং যাত্রীদের জন্য বাহনের রেজিস্ট্রেশন নাম্বার যাচাই বাধ্যতামূলক করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব নিয়ম মেনে চললে যাত্রী ও চালক উভয়ের জন্য নিরাপদ মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবা নিশ্চিত করা সম্ভব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
২৪ আগস্ট ২০২৫ রাত ০৯:০১:১১



সংবাদ ছবি
বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ
২৪ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫:০১