নিজস্ব প্রতিবেদক: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন সংবিধান ছাপানো উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, তবে এর কাঠামো ও গঠন কী হবে, তা নির্ধারণ করবে পরবর্তী সংসদ।

২০ নভেম্বর বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।


অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই রায়ের মাধ্যমে জনগণ এখন নিজের ভোট নিজে দিতে পারবে। আর দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষও ভোট দেবে না। দেশ আবারও গণতান্ত্রিক মহাসড়কে ফিরে এল।’ তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের ‘কবর রচনা’ করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
তিনি আরও জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এবং তা পূর্বের ব্যবস্থায় হবে, নাকি জুলাই সনদ অনুযায়ী, সে বিষয়ও তখন স্পষ্ট হবে।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ঐতিহাসিক এই রায় ঘোষণা করে। বেঞ্চের অন্যান্য বিচারপতিরা ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
গত ১১ নভেম্বর শুনানি শেষে ২০ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। শুনানিতে বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা যুক্তি দেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও আসন্ন নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে নতুন আইনি লড়াই শুরু হয়।
চলতি বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করেন সর্বোচ্চ আদালত। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার পৃথকভাবে আপিল করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available