• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:২২:৫০ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

জাতীয় নির্বাচন ভন্ডুল করার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩৭:১০

জাতীয় নির্বাচন ভন্ডুল করার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগী জঙ্গিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার কোন শঙ্কা নেই, উনাদের যদি সাহস থাকতো তবে দেশে এসে আইনের আশ্রয় নিতে এসে পড়তো। সাহস নেই দেখেই তারা পালিয়ে পালিয়ে বলতেছে।

Ad

২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

Ad
Ad

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনাদের যারা সাপোর্টার সন্ত্রাসী ছিল, তারা বিভিন্ন দেশে পলাতক রয়েছে। বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা অনুরোধ করবো, ওই দেশগুলো যেন তাদের দেশে ফিরিয়ে দেয়।

দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙ্গে না সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে।

তিনি বলেন, কারার কোনো সদস্য স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়, এটি রাষ্ট্রের নিরীহ জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী।

এর আগে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

পরে নবীন কারারক্ষীদের বিভিন্ন শারীরিক কসরত, অস্ত্রবিহীন আত্মরক্ষার কৌশলের চমকপ্রদ পরিবেশনা উপভোগ করেন। কুচকাওয়াজ শেষে ড্রিল, ফায়ারিং, অস্ত্রবিহীন যুদ্ধ, লিখিত পরীক্ষাসহ ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করেন উপদেষ্টা।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম সেলি মো. জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতানসহ গাজীপুর মহানগর  পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা।

গেল ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মোট ৮৬৬ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশগ্রহণ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১
রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১
২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪২:০৬




চাঁদপুর-২ আসনে ফয়জুন্নুরের গণসংযোগ
চাঁদপুর-২ আসনে ফয়জুন্নুরের গণসংযোগ
২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৩:০১




Follow Us