বিনোদন ডেস্ক: বাংলাদেশের সুপরিচিত গ্লাস ক্লিনার ব্র্যান্ড ‘মিস্টার ব্রাসো’ আনুষ্ঠানিকভাবে ‘কলিন’ নামে যাত্রা শুরু করেছে। নতুন এ যাত্রায় জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা ব্র্যান্ডটির নতুন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত একটি নাম। নতুন পরিচয়ে কলিন ব্র্যান্ডটি এখন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তার সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়। বিশ্বব্যাপী গ্লাস ক্লিনার ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা কলিন ‘শাইন’ বা উজ্জ্বলতাকে কেন্দ্র করে বাংলাদেশে নিজেদের অবস্থান গড়ে তুলতে চায়।


কলিন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সাবিলা নূরের যুক্ত হওয়া ব্র্যান্ডটির আধুনিক ও আকর্ষণীয় ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার অংশ। সম্প্রতি অভিনেতা শাকিব খানের সাথে তান্ডব চলচ্চিত্রে অভিনয় ও ‘লিচুর বাগানে’ গানটিতে তার আকর্ষণীয় উপস্থিতি তাকে নতুন করে আলোচনায় এনেছে। সাবিলা নূরের আত্মবিশ্বাস, সৌন্দর্য ও তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ কলিনের নতুন পরিচয়ের সঙ্গে মানানসই বলে মনে করছে ব্র্যান্ডটি।
কলিন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সাবিলা নূর বলেন, “পরিচ্ছন্ন ঘর আমাদের মন ভালো করে দেয়। কলিনের ভালো দিক হলো—খুব সহজেই এটি গ্লাসসহ নানা সারফেসে ঝকঝকে শাইন এনে দেয়। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।”
নুরুল সামনান রাফিদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার, রেকিট বলেন, “মিস্টার ব্রাসো থেকে কলিনে রূপান্তর শুধু নাম পরিবর্তন নয়। এটি বাংলাদেশ থেকে একটি বৈশ্বিক মানের ব্র্যান্ড গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ। নতুন ফর্মুলেশন ও সাবিলা নূরের সঙ্গে এই যাত্রার মাধ্যমে আমরা ২০২৬ সালে শাইন ক্যাটাগরিকে নতুনভাবে উপস্থাপন করতে চাই।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available