• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ সকাল ০৮:২৫:৪৭ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৮:৫৩

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি বন্দিশিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় ৫ জানুয়ারি সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে।

Ad

এর আগে ৩ জানুয়ারি শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতেই তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

Ad
Ad

যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে। যদিও এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন মাদুরো।

মাদুরোকে আটক করার পর সোমবার নিউইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্র জানান, মাদুরো ও সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

এদিকে, ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাকেও কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রদ্রিগেজ সঠিক সিদ্ধান্ত না নিলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। মাদুরো আটক অভিযানের বিরোধিতা করায় তাকে এ সতর্কতা দেওয়া হয়েছে।

মাদুরো আটক হওয়ার একদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি। দেশটির নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র সহযোগিতায় প্রস্তুত বলেও জানান তিনি। তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি উল্লেখ করে রুবিও বলেন, পশ্চিমা অনেক কোম্পানি ভেনেজুয়েলার তেল খাতে আগ্রহী।

অন্যদিকে, অভিযানের সময় মাদুরোর নিরাপত্তা দলের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তবে নিহতের সংখ্যা তিনি উল্লেখ করেননি।

এদিকে, অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সিএনএন জানায়, আহতদের আঘাত গুরুতর নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাটোরে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
নাটোরে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
৫ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৮:০৬

একদিনের ব্যবধানে সোনার দামে ফের উত্থান
একদিনের ব্যবধানে সোনার দামে ফের উত্থান
৫ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৯:৫৭


জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর
জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর
৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৫৪:৪২




হত্যা মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন
হত্যা মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন
৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৬


ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩২


Follow Us