• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:১৭:০০ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

১৯ এপ্রিল ২০২৪ সকাল ০৯:০৪:২১

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। পশ্চিম এশিয়ার এই দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

Ad

ইসরাইলের স্থানীয় সময় ১৯ এপ্রিল শুক্রবার ভোরে এ হামলা চালানো হয় বলে এবিসি নিউজকে জানিয়েছেন সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা।

Ad
Ad

এর আগে ১৩ এপ্রিল ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরাইলি ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল।

ইরানের সেই হামলার জবাবেই ইসরাইল শুক্রবার এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল বলে মনে করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে।  

গত শনিবার ইরান ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর জবাব দেয়ার হুমকি দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। 

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরাইলকে ইরানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ না নেয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করেই হামলা চালালো ইসরাইলি বাহিনী। 

তবে এ হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা, তা এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে, ইসরাইল পাল্টা হামলা চালালে তার কঠিন জবাব দেয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে বলেছেন, আমাদের মাটিতে ইহুদিবাদী শাসকদের (ইসরাইল) যেকোনো আক্রমণের কঠোর জবাব দেয়া হবে।

ইসলামিক রিপাবলিক অব ইরান এয়ার ফোর্সের কমান্ডার একই অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, রাশিয়ার তৈরি সুখোই-২৪সহ তাদের যুদ্ধবিমানগুলো ইসরাইলি হামলা মোকাবিলা করার জন্য ‘সর্বোত্তম প্রস্তুতিমূলক অবস্থায়’ রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেন, এয়ার কভারেজ এবং বোমারু বিমানসহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা যেকোনো অপারেশনের জন্য প্রস্তুত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১১০১
৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:১৯


সংবাদ ছবি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৪:৩৬






সংবাদ ছবি
ইসির নিবন্ধন পাচ্ছে তিন দল: ইসি সচিব
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:১০

সংবাদ ছবি
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:০৯


Follow Us