অনলাইন ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হবে।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা হবে ২১ এপ্রিল এবং তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available