রাজশাহী প্রতিনিধি: র্যাবের ধারাবাহিক অভিযানে রাজশাহীর পুঠিয়া এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫।

৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫।


আটক মাদক কারবারিরা হলেন- শেখ মো. ফয়সাল মিয়া (২৬) এবং মো. আলম (২৫)। তারা উভয় ব্রাহ্মণবাড়িয়ার বি-বাড়িয়া সদরের স্থানীয় বাসীন্দা।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ জানায়, গত ২৯ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। ওই সময় মাদকদ্রব্যসহ দুইজন অভিযুক্তকে আটক করা হয়। তারা পিকআপের ভিতরে চালকের সিটের নীচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি চেম্বারের নিচে ৩৮ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছিল। আসামির আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য।
র্যাব আরও জানায়, তারা পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় ডেলিভারি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available