• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:৪৩:০৯ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ১০

১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:২৪:৫৩

গাজীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ১০

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক কনস্টেবল ছুরিকাহতসহ মোট চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Ad

৩১ ডিসেম্বর বুধবার রাত ১০টার দিকে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহতরা হলেন- কনস্টেবল মোশারফ হোসেন, এসআই অরূপ কুমার বিশ্বাস, এএসআই মাসুদ ও কনস্টেবল আজিজুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি টিম এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। অভিযানের সময় লাকি আক্তারসহ কয়েকজনকে আটক করা হলে তাদের সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় কনস্টেবল মোশারফ হোসেন ছুরিকাহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন- লাকি আক্তার (২৮), জামাল (৩৫), কামাল (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মুন্না (২০), ফয়জুল্লাহ (২৬), আশিক (২৪) ও শিল্পী (২৫)।

এ ঘটনায় এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হলেও হামলার মুখে দুজন পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও মোটরসাইকেলসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us