কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালাই সাংবাদিক পরিষদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টায় কালাই সাংবাদিক পরিষদের সভা কক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলটি শোক, শ্রদ্ধা ও গভীর ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে সাংবাদিক, শিক্ষক, আলেম, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মিলিতভাবে মরহুমার জন্য দোয়া করা হয়।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত পাঠ করেন কালাই সাংবাদিক পরিষদের কোষাধ্যক্ষ আব্দুল বাতেন। এরপর দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক দৃঢ় প্রতীক। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য সাহস, ত্যাগ ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম ও অবদানের ওপর আলোচনা করেন আমেরিকা প্রবাসী ও কালাই তালুকদার পরিবারের সন্তান মোরশেদ তালুকদার শাপলা, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক প্রফেসর ইব্রাহিম হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহসভাপতি মুনছুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল করিম। আলোচকরা তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তিনি আমৃত্যু আপসহীন ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে, ততদিন মুক্তিকামী ও দেশপ্রেমিক মানুষ তাঁর জীবন থেকে প্রেরণা খুঁজে নেবে।
দোয়া মাহফিল পরিচালনা করেন কালাই আহলে হাদীস মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা সেলিম রেজা। এ সময় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজান আলী, কালাই সরকারি মহিলা কলেজের প্রভাষক ফারুক হোসেন, জামুড়া-বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বিয়ালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাতাব উদ্দিন, থুপসারা সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান, ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন নেসা কলেজের প্রভাষক সাজ্জাদুর রহমান বকুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষ পর্যায়ে মরহুমার আত্মার শান্তি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available