গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মাদক কারবারিদের অতর্কিত হামলায় একজন উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের দুটি গাড়ি ও একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১১ জনকে আটক করেছে।
৩১ ডিসেম্বর রাত ১০টার পর শ্রীপুর উপজেলার মূলাইদ গ্রামের পিয়ার আলী কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। অভিযান চলাকালে স্থানীয় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলাকারীরা পুলিশের সরকারি যানবাহন ও একটি সিএনজি ভাঙচুর করে।


হামলায় আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে ১০ জনকে আটক করে। এছাড়া আজ সকালে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়া আরও একজনকে গ্রেফতার করা হয়। এসময় তিনটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কর্তব্যকাজে বাধা, হামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available